‘ইউটিউবার’ সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক একাউন্ট চালুর নির্দেশ হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর এজলাসে উঠে  বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলের প্রতিবেদন সংক্রান্ত মামলাটি। এদিন  বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছেন,- ‘ সন্ময়বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যাবে না।অবিলম্বে কলকাতা পুলিশকে  তা খুলে দিতে হবে’। এর পাশাপাশি হাইকোর্ট এও জানিয়েছে , -‘ সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে কলকাতা পুলিশ। কিন্তু তাঁর সাংবিধানিক অধিকার যাতে খর্ব না হয় তাও নিশ্চিত করতে হবে পুলিশকেই’। উল্লেখ্য, সন্ময়ের ইউটিউব চ্যানেলের কয়েকটি কন্টেন্ট নিয়ে মামলা করেছিল কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি শাখা। তারপর ত কলকাতা পুলিশের তরফে  সন্ময়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় । কলকাতা পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা  হাইকোর্টে যান সন্ময় বন্দ্যোপাধ্যায় ।গত ৪ নভেম্বর এই মামলার  প্রথম শুনানিতেই হাইকোর্টের তীব্র ভর্ত্‍সনার মুখে পড়তে হয়েছিল লালবাজারকে। আদালত প্রশ্ন রেখেছিল, -‘ কোন ধারায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে? রিজার্ভ ব্যাঙ্কের কোন গাইডলাইনে তা বলা আছে?’ এ নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট।বুধবার হাইকোর্ট সন্ময় বন্দ্যোপাধ্যায় এর ব্যাংক একাউন্ট চালু করার নির্দেশ দিল কলকাতা পুলিশ কে। উল্লেখ্য,  সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বেশ কয়েক টি অন্তঃতদন্ত মূলক নির্ভীক চ্যানেল রয়েছে সন্ময় বাবুর।