আদিবাসী মহিলাদের সিঁদূর ও মঙ্গলসূত্র পরতে নিষেধ, রাজস্থানে বরখাস্ত শিক্ষিকা

সিঁদূর ও মঙ্গলসূত্র নিয়ে বিতর্ক, বরখাস্ত হলেন রাজস্থানের এক স্কুল শিক্ষিকা। স্কুলের তরফে বৃহস্পতিবার জানানো হয়, ওই শিক্ষিকা রাজস্থানের আচরণ বিধি লঙ্ঘন এবং শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষিকার নাম মানেকা দামোর।
রাজ্যের শিক্ষা বিভাগ মানেকা দামোরকে বরখাস্ত করেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষিকা মানেকা দামোর এক আদিবাসী মহিলাদের সিঁদূর আর মঙ্গলসূত্র পরতে নিষেধ করেন। ১৯ জুলাই বাঁশওয়ারার মানগড় ধামে অনুষ্ঠিত একটি মেগা সমাবেশে শিক্ষিকা মানেকা দামোর বলেন, পণ্ডিতরা যা বলেন, আদিবাসী মহিলাদের তার অনুসরণ করা উচিত নয়। আদিবাসী পরিবারগুলো সিঁদুর লাগায় না, তারা মঙ্গলসূত্র পরে না। আদিবাসী সমাজের নারী ও মেয়েদের শিক্ষার দিকে নজর দিতে হবে। এখন থেকে সমস্ত রকম উপবাস রাখা বন্ধ করুন। আমরা হিন্দু নই’। শিক্ষিকা দামোরের এই বক্তব্যের প্রতিবাদ জানান সমাবেশে আসা এক আদিবাসী মহিলা। ওই সমাবেশে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত থেকে হাজার হাজার মানুষ মেগা সমাবেশে উপস্থিত হয়েছিলেন।

শিক্ষিকার বিতর্কিত মন্তব্যের জেরে শিক্ষা অধিদফতরের যুগ্ম পরিচালক ব্যবস্থা গ্রহণ করে তাকে সাময়িক বরখাস্থ করে।
মানেকা দামোর ‘আদিবাসী পরিবার সংস্থা’র প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি সাদার সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত ছিলেন।