আসানসোলে দলের জেলা সাংগঠনিক বৈঠক করতে এসে শনিবার অকপট স্বীকারোক্তি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর(Mithun chakraborty)। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদির সবচেয়ে বড় ফলোয়ার।’ তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনীতির গুরু। তিনি যা, যা করেছেন আমি তাই তাই করেছি।’ এদিন বাঁকুড়া থেকে মিঠুন আসেন আসানসোলের ২ নম্বর জাতীয় সড়ক ধাদকা মোড় সংলগ্ন বিজেপির জেলা কার্যালয়ে। তার সঙ্গে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের আসানসোল জেলা কমিটির সদস্য, মোর্চা ও মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার আগে মিঠুন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরির প্রসঙ্গ টেনে বলেন, ‘উনি যখন কংগ্রেস করতেন, আমি তখন ছাত্র পরিষদ করতাম। তারপর উনি তৃণমূল কংগ্রেসে করেন। পরে সেখানে আমি যাই। এরপর মমতাদি সবার সাহায্য নিয়ে ক্ষমতায় আসেন। তার আগে তিনি বিজেপির সঙ্গে ১০ বছর ছিলেন। তারপর বিজেপির সঙ্গ ছাড়েন। আমি এখন বিজেপিতে।’ আসন্ন পঞ্চায়েত ভোটে কয়লাখনি এলাকা সহ গোটা রাজ্যে কি হবে? সেই প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘শুধু পঞ্চায়েত নয়, যে কোনও ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হলে, বিজেপি ক্ষমতায় আসবে ও সরকার গড়বে।’ তাই দলের নির্দেশে তিনি প্রত্যেক জেলায় যাচ্ছেন ও এলাকাবাসীকে পঞ্চায়েত ভোট নিয়ে সজাগ করছেন। এদিন তাঁকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে একাধিক কয়লা মামলায় যুক্ত জয়দেব খাঁয়ের ছবি নিয়ে রাজ্যজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর বক্তব্য, ‘আমি যে এসেছি, কত লোকের সঙ্গে ছবি তুলেছি, হোটেলে থাকছি। কি করে আমি জানব তাঁরা কি করে। এটা নিয়ে অহেতুক রাজনীতি ও বিতর্ক করা হচ্ছে।’ এদিন বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার ঝাঁঝড়া কলোনিতে সভা করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর।
