মহালয়া থেকে যাতায়াত শুরু হচ্ছে টালা ব্রিজে

আড়াই বছরের প্রতীক্ষা শেষে উদ্বোধন হয়েছে নব নির্মিত টালা সেতু। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগেই কলকাতাবাসীকে পুরস্কার। তবে উদ্বোধন হলেও যান চলাচল শুরু হয়নি। যাতায়াত শুরু হবে মহালয়ার দিন থেকে। আপাতত ভারী গাড়ি চলবে না। নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী। প্রায় ৮০০ মিটার লম্বা নতুন টালা রেলওভার ব্রিজের ২৪০ মিটার পুরোপুরি রেলপথের উপরে রয়েছে। এই অংশে কোনও স্তম্ভ বা পিলার নেই। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর মতো এখানে কেবল তারে ঝোলানো সেতু হয়েছে। দুইদিকে দুটি করে মোট চারটি স্তম্ভ থাকবে। অ্যাপ্রোচ রোডে মোট বারোটি স্তম্ভ বা পিলার রয়েছে। সেতুটি হয়েছে চার লেনের। সিঁথি, বরানগর, ডানলপ সহ কলকাতার শহরতলি এলাকা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারে ঢোকার পথ প্রশস্ত করবে। বৃহস্পতিবার পুজোর আগে এই সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।