মমতাকে কিম জং-এর সঙ্গে তুলনা শুভেন্দুর, প্রকাশ করবেন মিথ্যে মামলার তালিকা

উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। তাঁর বন্তব্য, রাজ্যে উত্তর কোরিয়ার মতো শাসন চলছে। একের পর এক অসত্য মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই মামলার তালিকা পুস্তিকা আকারে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

সৌজন্য সাক্ষাৎকারের ৪৮ ঘন্টাও অতিক্রান্ত হয়নি, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় নিজের কক্ষে ডেকে শুভেন্দুর সঙ্গে দিদিসূলভ আচরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন বিজেপি বিধায়ক। মমতাকে প্রণামও করেন শুভেন্দু। সেই সাক্ষাৎকে দু’পক্ষই ‘সৌজন্য’ বলে ব্যাখ্যা দিয়েছিল। এই সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি যথেষ্টই আলোড়ন ফেলেছিল রাজ্য রাজনীতিতে। রবিবার নন্দীগ্রামে এক দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘রাজ্যে উত্তর কোরিয়ার মতো শাসন চলছে। বিধানসভা ভোটের পর থেকে তাঁর বিরুদ্ধে রাজ্য জুড়ে ভূরি ভূরি বানানো মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সেগুলি পুস্তিকা আকারে প্রকাশ করব মঙ্গলবার।’