একদিকে শীতকালীন অধিবেশন, অন্যদিকে গুজরাট নির্বাচন। এই মুহূর্তে জাতীয়স্তরে এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুর সন্ধিক্ষণে ‘ত্রিফলা’ প্রচারে শাণ দিতে উদ্যোগী গেরুয়া শিবির। এই ‘ত্রিফলা’ হল – জন্ম নিয়ন্ত্রণ আইন বিল, নাগরিকত্ব আইন বা সিএএ ও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। সংসদের শীতকালীন অধিবেশন সহ দেশের সর্বত্র বিরোধীদের আক্রমণ প্রতিহত করতে এই নতুন কৌশল বিজেপির৷ নয়াদিল্লিতে বিজেপি সূত্রের দাবি, বিজেপির শীর্ষ নেতৃত্বর তরফে গৃহীত কৌশলে, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন- এই তিনটি ইস্যু নিয়ে গোটা দেশে জনমত গড়ে তোলার পাশাপাশি ইতিবাচক বাতাবরণ তৈরির চেষ্টা করবেন বিজেপির সাংসদরা৷ দেশের ৫৪৩ টি নির্বাচনী কেন্দ্রে বিজেপির এই ‘ত্রিফলা’র মাহাত্ম্য প্রচারে, প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দেশের মানুষকে বোঝানোর বিশেষ নির্দেশ জারি হয়েছে গেরুয়া জনপ্রতিনিধিদের জন্য।দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকারই একমাত্র দেশের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের কথা মাথায় রেখে এমন বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেখানে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ করে পড়শি দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের এদেশের নাগরিকত্ব প্রদান করা হবে, এই মর্মে দেশের সর্বত্র প্রচার করবেন বিজেপি সাংসদরা৷ পাশাপাশি সব ধর্মের রীতি নীতি, আচার ব্যবহারে ভারসাম্য আনতে অবিলম্বে প্রয়োজন অভিন্ন দেওয়ানি বিধি এবং দেশের বর্তমান পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের কার্যকরীতা ও তার প্রয়োগ, এই ইস্যুতেও চলবে ধারাবাহিক প্রচার, দাবি করা হয়েছে বিজেপি সূত্রে৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী রাজনৈতিক দলগুলির আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে কাজে লাগবে এই প্রচার কৌশল যা মোদি সরকারকে বাড়তি অক্সিজেন দেবে, এমনই আশা বিজেপির শীর্ষ নেতৃত্বের, দাবি দলীয় সূত্রের৷
